অ্যালামনাই এসোসিয়েশন

Let's See

Remaining

অ্যালামনাই এসোসিয়েশন

টাউন হাইস্কুল নামক শিশুটি জন্মগ্রহণ করে যে একদিন দেশের এক স্বনামধন্য টগবগে যুবক প্রতিষ্ঠানে পরিণত হবে এ যেন ছিল বিধাতার ইচ্ছার এক পরিকল্পিত স্কেচম্যাপ। ১৮৬২ সালে স্থাপিত সাতক্ষীরা শহরের দক্ষিণ প্রান্তের প্রচীনতম বিদ্যাপীঠ প্রাণ নাথ (পি.এন) হাইস্কুলটি ছিল সাতক্ষীরা শহর তথা ৮-১০ মাইল ব্যাপী শহরতলী এলাকার শিক্ষার্থীদের লেখাপড়ার একমাত্র মাধ্যমিক স্কুল। অনেক দূর থেকে শিক্ষার্থীরা পায়ে হেঁটে এই স্কুলে আসত। বিষয়টি নিয়ে বৃহত্তর খুলনা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক, “নিউ বুক হাউজ” এর মালিক ও প্রাক্তন শিক্ষক জনাব মোঃ সোলায়মান (পলাশপোল), বিদ্যানুরাগী জনাব আহমদ আলী এধরনের কয়েকজন সমমনা ব্যক্তি শহরের উত্তর প্রান্তে আর একটি স্কুল প্রতিষ্ঠার কথা ভাবছিলেন। এদিকে প্রাণ নাথ (পি.এন) হাই স্কুলের শতবর্ষ পূর্তি উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তৎকালীন মহকুমা প্রশাসক জনাব এ.কে.এন সিদ্দিক উল্লাহ মহোদয় আমত্রণ না পাওয়ায় তিনি অনেকটা মনঃকষ্টে ভুগছিলেন। অপমান ও মনঃকষ্টের বহিঃপ্রকাশ হিসেবে তিনি সাতক্ষীরাতে পি.এন হাই স্কুলের পাশাপাশি আরও একটি বিদ্যালয় প্রতিষ্ঠাকর কথা চিন্তা করছিলেন। সোনায় সোহাগার মত স্থানীয় শিক্ষানুরাগীদের চিন্তার সাথে সিদ্দিকুল্লাহ সাহেবের মণঃকষ্টের মিলন ঘটিয়ে শুরু হলো সাতক্ষীরা টাউন হাইস্কুল প্রতিষ্ঠার কাজ। খুলনা সাতক্ষীরা প্রধান সড়কের পূর্ব পার্শে যেখানে প্রধান শিক্ষকের বর্তমান সরকারি বাস ভবন ঐ এলাকায় চাচেঁর বেড়া ও গোলপাতার ছাউনি বিশিষ্ট কক্ষ দিয়ে স্কুলের গোড়া পত্তন করা হয়।